শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ( BERGERPBL) লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে।
কোম্পানির টি আগামি ২৩ জুলাই ২০২৩ বেলা বিকাল ৪ টায় লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। সভায় কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে।
গত বছর কোম্পানিটি ৪০০ নগদ লভ্যাংশ দিয়েছিল।
২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা।পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৬২ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৯৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.০৬, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ০.২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ০.৭৪ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেয়ারটির সর্বশেষ দর ছিল ১৮২৪.৪০ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ১৬১০.১০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে ওঠানামা করেছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।