ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৫ শনিবার ২৩ কার্তিক ১৪৩২

বিএটিবিসির নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন, ঢাকায় কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বহুজাতিক কোম্পানি বিট্রিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (BATBC) রেজিস্ট্রার অফিসের ঠিকানা পরিবর্তন এবং ঢাকার কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির  পরিচালনা পর্ষদ ০১ জুলাই ২০২৫, থেকে কোম্পানির নিবন্ধিত অফিসের ঠিকানা নিউ ডিওএইচএস রোড, মহাখালী, ঢাকা১২০৬ থেকে নিম্নলিখিত ঠিকানায় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

 ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দেওরা, ধামসোনা, বালিভদ্র বাজার, আশুলিয়া, ঢাকা১৩৪৯।

কোম্পানি আরও জানিয়েছে যে, আগামী  ০১ জুলাই ২০২৫ থেকে ঢাকা কারখানার কার্যক্রম বন্ধ থাকবে।

১৯৬৫ সালে যখন ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের এই কারখানা স্থাপন করা হয়, এটি ছিল বাংলাদেশে তাদের দ্বিতীয় কারখানা। এর আগে ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রথম কারখানা স্থাপন করা হয়।

মহাখালীর এই কারখানা আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় পরিবেশবাদীরা তা সরানোর দাবি করে আসছিলেন অনেক দিন ধরে।

কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২৮ মে বিএটি বাংলাদেশের করা আপিল খারিজ করে দেন। এরপর আজ বিএটি বাংলাদেশ প্রধান কার্যালয় স্থানান্তর ও কারখানা বন্ধের ঘোষণা দিল।

১৯৭৭ সালে পুঁজিবাজারে বিট্রিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি তালিকাভুক্ত হয়।কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৪০কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৫ হাজার ২২৪ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি । এর মধ্যে ৭১.৫১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ০.৬৪ শতাংশ শেয়ার সরকারি, ১৪.১১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪.১৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৮.১৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Authors

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।