শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলস লিমিটেডের পর্ষদ আগামী বছরের জানুয়ারিতে নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্যানুসারে, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত কোম্পানিটির নতুন রোলিং মিলসের কাজ চলতি বছরের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার কথা ছিল। অবশেষে কারখানাটি আগামীবছরের ১ জানুয়ারি বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। কারখানাটি বার্ষিক ছয় লাখ টন এমএস রড ও ওয়্যার রড উৎপাদন করবে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতিআয় (ইপিএস) হয়েছে ২.২৬ টাকা। গত বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয়ছিল ১.২১ টাকা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২.৪৩ টাকা।
সমাপ্ত ২০২৩–২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিএসআরএম স্টিলস লিমিটেড ২০০৯ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪০৩ কোটি ৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭২.০৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৭.৬৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৩১ শতাংশ বিদেশী ও বাকি ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
গতকাল ডিএসইতে বিএসআরএম স্টিলসের শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটি ৪৯ টাকা ৬০ পয়সা থেকে ৬৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।