একজন বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে সবার আগে তাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের কোন নিবন্ধনকৃত ব্রোকারেজ অফিসের মাধ্যমে একটি বিও একাউন্ট করতে হয়।
বিও একাউন্ট করে বিনিয়োগ করার পরে তার সুবিধার জন্যে ব্রোকারেজ অফিস পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন তিনি একটি লিংক একাউন্ট করে অন্য একটি ব্রোকারেজ অফিসে বিও একাউন্ট স্থানান্তরিত করতে পারেন। তাতে পূর্বের অফিসে যে শেয়ার ছিল, সেগুলো স্থানান্তরিত করা যাবে। তবে খেয়াল রাখতে হবে লিংক একাউন্ট এর মাধ্যমে নগদ টাকা স্থানান্তরিত করা যায় না।
লিংক একাউন্ট করতে কি করা লাগে
পূর্বের ব্রোকারেজ অফিসের বিও একনলেজমেন্ট ও পোর্টফলিওর মাধ্যমেই লিংক একাউন্ট করা যায়। কিছু কিছু অফিস প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র সংগ্রহ রাখার তাগিদ দেন এবং নিজের প্রয়োজনে করা উচিৎ।
উল্লেখ্য, লিংক করে নতুন অফিসে যে একাউন্ট খোলা হবে তাতে পূর্বের একাউন্ট এর যাবতীয় তথ্য হুবহু একই থাকতে হবে।
লিংক একাউন্ট করার পরে নতুন অফিস থেকে শেয়ার স্থানান্তর করার ফরম ফিলাপ করে পূর্বের অফিসে জমা দেয়ার সাথে সাথেই শেয়ার স্থানান্তরিত করতে বাধ্য থাকে। এক্ষেত্রে শেয়ার স্থানান্তর করতে পূর্বের অফিস কোন কোন সময় দেরি করে, বোঝানোর চেস্টা করে তাদের কাছেই একাউন্ট রাখার জন্য।
তবে ইদানীং লিংক একাউন্ট এর মাধ্যমে হাউজ পরিবর্তন করতে গিয়ে নানান সমস্যাতে পরেন অনেকেই। সবচেয়ে বড় সমস্যা লিংক করতে কত খরচ হয়, সেটা অনেকেই না জানার কারণে ইচ্ছা করে হাউজ কর্তৃপক্ষ বেশি ফি কেটে রাখেন।
আমরা প্রায়ই এক হাউজ থেকে অন্য হাউজে লিংক একাউন্ট এর মাধ্যমে শেয়ার স্থানান্তরণ করি। আমরা অনেকেই জানিনা শেয়ার স্থানান্তরিত হতে কত ফি দিতে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই শেয়ার স্থানান্তর করার সময় হাউজ কর্তৃপক্ষ গ্রাহকদের ভয় দেখায় যে শেয়ার স্থানান্তর করতে ১০% খরচ হয়, আসলে প্রতি লাখে খরচ মাত্র ১২.৫০ টাকা।
লিংক একাউন্ট এর সিডিবিএল খরজ ০.০০০১২৫ টাকা মানে ১০০০০০ x ০.০০০১২৫ = ১২.৫০ টাকা।
প্রতি লাখে প্রকৃত খরচ দিতে হবে মাত্র ১২.৫০ টাকা। যে দিন শেয়ার স্থানান্তর হবে সেই দিনের সব শেয়ারের বাজার মূল্যের উপরে ০.০০০১২৫ টাকা খরজ নেয়ার মাধ্যমে শেয়ার স্থানান্তর করবে।
যে সব হাউজ কর্তৃপক্ষ বেশি খরচ চাইবে তাদের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে উপর্যপুরি লিখিত অভিযোগ দেয়ার সুযোগ রয়েছে।
3 Responses
খুব সুন্দর একটা বিষয় জানলাম।
ধন্যবাদ ঢাকা শেয়ার বাজার কে।
ধন্যবাদ
ধন্যবাদ, ঢাকা শেয়ার বাজারের সাথে থাকুন