পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিউক্যালস খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি (BEACONPHAR) সিএফও এর পদত্যাগ।
কোম্পানিটি জানিয়েছে যে, জনাব মোঃ আব্দুল হক সরদার ( এফসিএস, এফসিএ, পরিচালক (অর্থ ও হিসাব) এবং কোম্পানির সিএফও গত ৯ ই মে,২০২৩ তার পদ থেকে পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, তার স্থানে কাউকে নিয়োগ দেয়া হয়েছে কিনা সে ব্যাপারে জানায়নি কোম্পানিটি।
খবরটি ডিএসসির নিউজ বিভাগে আজ প্রকাশিত হয়েছে।