আজ সোমবার ১০ই এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৬ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৪৮.৮০ কোটি টাকা। গত কর্মদিবসে ব্লকে মোট ৬৪ টি কোম্পানির ট্রেড হয়েছে ৩৮.১২ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১০.৬৮ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেডের (BARAKAPOWER), লেনদেন হয়েছে ৩৫.৭৫ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে পিএফআইফাস্ট মিচুয়াল ফান্ড ১৩.৮৮ লাখ, সানলাইফ ইন্সুইরেন্স ১১.৯৬ লাখ, বিচ হ্যাচারি লেনদেন হয়েছে ৭.১৯ লাখ ও এসোসিয়েট অক্সিজেনের লেনদেন লেনদেন হয়েছে ৭.১৩ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেডের (BARAKAPOWER), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সানলাইফ ইন্সুইরেন্স, বিকন ফার্মা, বিচ হ্যাচারি ও বেক্সিমকো ফার্মার।
প্রায় প্রতিদিনই ফ্লোর দামের ৭ থেকে ১০% কমে ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। এক শ্রেণির লোকজনের ফ্লোর দামের কমে ব্লক মার্কেটে লেনদেন করে লাভবান হচ্ছেন, পক্ষান্তরে ৫ লাখ টাকার কমে ব্লক মার্কেটে লেনদেনের নিয়ম না থাকাতে বঞ্চিত হচ্ছেন ছোট বিনিয়োগকারীরা।
একজন প্রবীন বিনিয়োগকারী ঢাকা শেয়ার বাজার ডট কম কে জানান, আফসোস করে প্রতিদিনই আপনারা ব্লক মার্কেটের এই বৈষম্য নিয়ে লিখেন যদি কোন কাজ হয়।
উল্লেখ্য, প্রায় প্রতিদিন বিনিয়োগকারীগন ব্লক মার্কেটের বৈষম্য নিয়ে অভিযোগ করেন। তাদের এক দাবি একই বাজারে ২ রকমের নিয়ম থাকতে পারেনা। যার সুবিধা বিশেষ কিছু মানুষ পাবেন।