আজ ৪ এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৩ শেয়ারের মোট লেনদেন হয়েছে ৫৫.৪৯ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৬০ টি কোম্পানির ট্রেড হয়েছে ৫৭.৩৬ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১.৮৭ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারলিমিটেডের (BARAKAPOWER) লেনদেন হয়েছে ৩৬.২৯ লাখ,এর এর পরেই বেশিলেনদেন হয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস ১০ লাখ,এসোসিয়েট অক্সিজেন ৫লাখ,,জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ৩.৪৬ লাখ ও আলহাজ্ব টেক্সটাইলের লেনদেনহয়েছে ২.৯০ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে , জেমিনি সিফুডের(GEMENISEA) এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বারাকা পাওয়ারলিমিটেডের , সী পার্ল বিচের , আলহাজ্ব টেক্সটাইলের ও স্কয়ার ফার্মার।
ব্লক মার্কেটে প্রায় প্রতিদিন ই লেনদেন হচ্ছে ফ্লোর প্রাইজের ৭/১০ শতাংশ কম দামে । আজও অন্তত ১৫ টি কোম্পানির ব্লকমার্কেটে ফ্লোরের নিচে লেনদেন হয়েছে।
বিভিন্ন বিনিয়োগকারী ঢাকা শেয়ার বাজার ডটকমকে ফোন করে জানান ব্লক মার্কেটে যেন ফ্লোরের নিচে লেনদেন না হয় সে ব্যাপারে আপনারা লিখুন। এভাবে প্রতিদিন ব্লক মার্কেটেকম দামে শেয়ার কেনাবেচা হলে কেউ তো মূল মার্কেটের শেয়ার কিনবেনা বিশেষ করে বড় বিনিয়োগকারীরা।
বহুদিন থেকেই বিনিয়োগকারীদের দাবি হয় ফ্লোর প্রাইজের নিচে ব্লক মার্কেটের ৫ লাখ টাকার বিধিনিষেধ তুলে দিয়ে সবাইকে লেনদেন করার সুযোগ দেয়া হোক না হয় ফ্লোরের নিচে ব্লক মার্কেটের লেনদেন বন্ধ করা হোক।তাদের এক কথা একই বাজারে ২ রকমের নিয়ম থাকতে পারেনা।বড় বিনিয়োগকারীরা লেনদেন করতে পারলে ছোট রা কেন লেনদেন করতে পারবেনা।