বেশ কিছুদিন যাবৎ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গুলোর বেশির ভাগই লভ্যাংশ ও ইপিএস ঘোষণা হবার পরে, কোম্পানি গুলোর ওয়েবসাইটে নিউজ প্রকাশ করছেনা।
নিয়ম অনুযায়ী প্রাইজ সেন্সিটিভ যে কোন তথ্য আসলে কোম্পানি গুলো প্রথমে বিএসইসি, ডিএসই ও সিএসইতে তথ্য পাঠাবে, তারপর যে কোন ২ টি দৈনিক সংবাদ পত্রে দিবে পাশাপাশি তাদের ওয়েব সাইটে খবর টি প্রকাশ করবে।
যথাযথ কর্তৃপক্ষ বিষয়ে খেয়াল রাখা উচিৎ। লভ্যাংশ ও ইপিএস ঘোষণা হবার পরে ১ ঘন্টার মধ্যে, প্রতিটি কোম্পানিকে বাধ্য করা হোক। যেন তাদের লভ্যাংশ ও ইপিএস কেন্দ্রিক ঘোষণাটি তাদের ওয়েবসাইটে সহজ ভাবে দেয়া হয়। যাতে যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করলে খবর টি দেখতে পারে।
আশ্চর্য জনক হলে সত্য খুব অল্প কিছু কোম্পানি মিটিং হবার পরে তাদের ওয়েবসাইটে লভ্যাংশ বা প্রান্তিক ইপিএসের খবর প্রকাশ করে। যে কারণে একটি কোম্পানি কি ঘোষণা করল তা নিজের চোখে দেখতে পারেন না বিনিয়োগকারীরা।
কিন্তু টা না করায় বিনিয়োগকারীগন বাধ্য হয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে খবর দেখেন। সেখানে আরও সমস্যাতে পরেন বিনিয়োগকারীরা। কেননা অনেক অনলাইন পোর্টালে কিছু কিছু সময় ভুল ভাবে খবর উপস্থাপন করে, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উল্লেখ্য, গতকাল ৮ই ফেব্রুয়ারী মাল্টিন্যাশনাল কোম্পানি বিএটিবিসির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত মিটিং ছিল সন্ধা ৭ টায়, আজ ৯ জানুয়ারী সকাল ৭ টা এই রিপোর্ট লেখা অব্দি গত ১২ ঘন্টা পার হবার পরে ও কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত বৈঠকের ফলাফলের খবর এখনো তাদের ওয়েব সাইটে প্রকাশ করেনি।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইটে প্রাইজ সেন্সিটিভ খবর সহ অন্য যে কোন বিষয় আপডেট রাখা সহ নানাবিধ সমস্যা নিয়ে কাজ করার জন্যে অনুরোধ করেছে সাধারণ বিনিয়োগকারীরা।