দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
এরই লক্ষ্যে সিলেট জেলায় প্রথমবারের মতো আগামী ২১ জানুয়ারি ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স- ২০২৩’ অনুষ্ঠিত হবে।
বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে বিএসইসির উদ্যোগে এ কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে।
বিএসইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির উদ্যোগে ২১ জানুয়ারি শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা ৩০ পর্যন্ত ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স-২০২৩’ সিলেট জেলায় অনুষ্ঠিত হবে।
এছাড়া কনফারেন্সের সঙ্গে পারস্পারিকভাবে বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। শিক্ষা মেলাটি ২১ জানুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত।
চলতি বছর বিভিন্ন জেলা পর্যায়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। জেলা পর্যায়ে মধ্যে নারায়ণগঞ্জ ও গাজীপুরে এ ধরনের আনুষ্ঠান আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।