বিশ্ববাজারে কমতির দিকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ট্রাম্পের এমন ঘোষণার পর। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে দশমিক ৪৮ শতাংশ। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম কমেছে দশমিক ৩৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর থেকেই বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ৭৬.৭০ ডলারে উঠে যায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ব্যারেলপ্রতি বিক্রি হয় ৭৫.১৪ ডলারে।
তবে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বুধবার (১৮ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর, ঘুরে গেছে জ্বালানি তেলের বিশ্ববাজার। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে ৩৭ সেন্ট। বিক্রি হচ্ছে ৭৬.৩৩ ডলারে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে ২৮ সেন্ট। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৪.৮৬ ডলার।
এদিকে, যুদ্ধের প্রভাবে এশিয়ার শেয়ারবাজারে কিছুটা পতন দেখা দিয়েছে। জাপান, তাই্ওয়ান এবং হংকংয়ের বাজারে সূচক পড়েছে প্রায় এক শতাংশের মতো। নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বেড়েছে স্বর্ণের। এর ফলে বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম। দশমিক তিন শতাংশ বেড়ে আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ৩৭৮ ডলারে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।