ঢাকা শেয়ার বাজার

১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ৩০ মাঘ ১৪৩১

বীমা দাবি পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রগেসিভ লাইফে পর্যবেক্ষক নিয়োগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভূক্ত লাইফ ইন্সুইরেন্স খাতের বীমা কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

কোম্পানিটি যথা সময়ে বীমা দাবি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে আইডিআরএ’র পরিচালক মোঃ আব্দুল মজিদকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

আইডিআরএ’র পরিচালক মোঃ আব্দুল মজিদকে প্রগ্রেসিভ লাইফের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে পরিস্কার বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি এই কোম্পানিটির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত থাকবেন।

আইডিআর এর পক্ষ থেকে গত ১লা জুন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এ। চিঠিতে বলা হয়েছে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা দাবি যথাসময়ে পরিশোধ না করায় প্রতিনিয়ত গ্রাহকরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে অভিযোগ দাখিল করছে। বীমা দাবি সময়মত পরিশোধ না করার জন্য গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এ সকল বিষয় কর্তৃপক্ষ অবগত হয়ে কোম্পানির পরিচালনাগত স্বচ্ছতা উন্নয়নের মাধ্যমে বীমা গ্রাহকদের বীমা দাবি পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ লক্ষে বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং কোম্পানির সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে বীমা আইন, ২০১০ এর ৫১(গ) ধারা অনুযায়ী এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকটি কোম্পানি যথা সময়ে বীমা দাবি পরিশোধ করতে ব্যর্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে মনিটরিং করা উচিৎ দেশের জীবন বীমা খাতের সুনাম ধরে রাখার জন্যে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।