আজ শনিবার (১১ মে) ভোর থেকে বজ্রপাত শুরু, সকাল ৬ টার পরে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, সকাল ৭ টার পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত। ৮ টা ১৪ মিনিট অবধি মুষলধারে বৃষ্টিতে পানির নিচে চলে গিয়েছে ঢাকার অনেক রাস্তা, দুর্ভোগে নগরবাসী।
ঘর থেকে বের হয়ে কর্মমুখী মানুষ বিপদগ্রস্ত, হাঁটু সমান ময়লা পানির মধ্যে ছুটছে অফিস যাত্রা।
১ ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টিতে ডুবে গিয়েছে ঢাকার অধিকাংশ রাস্তা। বৈশাখের শেষে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর মিরপুর বসুন্ধরা, মহাখালি, এই ৩ এলাকায় চলতে গিয়ে নাজেহাল হতে হয়েছে নগরবাসীদের। বিশেষ করে ঢাকার মিরপুরের বিভিন্ন স্থানে সড়কে পানি জমে যায়। ফলে যানজট এবং গণপরিবহণ কম থাকায় অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়ে। সড়কে দাঁড়িয়ে অপেক্ষা করে কিংবা হাঁটু সমান পানির বাঁধা পেরিয়ে, বৃষ্টিতে ভিজে অফিসে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। যারা নিজস্ব গাড়িতে চলাচল করেন তারাও দীর্ঘ যানজটে নাকাল হয়েছে আজ পানি জমাতে।
সকাল ৭ টার পরে মিরপুর কালশী ,মিরপুর ১১ এর আশেপাশে থেকে মহাখালী, বনানি, কুড়িল এলাকায় সরেজমিন ঘুরে মানুষের দুর্ভোগের চিত্র চোখে পড়ে। স্থানে স্থানে মানুষের জটলা চোখে পড়ে। বাসের জন্য দীর্ঘ অপেক্ষা করে কেউ কেউ হেঁটেই রওয়ানা হন অফিসের পথে।
জলাবদ্ধতার কারণে সড়কে পানি জমে থাকায় আজ যানবাহনও কম। কোথাও অটোরিকশার স্টার্ট বন্ধ হয়ে যায়, ফলে সেখানে থাকা যাত্রীরা পড়েন বিপাকে। অনেক মটোর সাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট করে টেনে নিতে হচ্ছে। কেন অল্প বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট এই প্রশ্ন আপামর রাজধানীবাসীর।
জানা গেছে রাজধানীর জলাবদ্ধতা কমাতে ওয়াসার দায়িত্বে থাকা ২৬টি খাল দুই সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু এতেও খুব বেশি কাজ হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে ঢাকার প্রধান সড়কসহ অলিগলি।
প্রতিবছর জলাবদ্ধতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিলেও বাস্তবে কিছুই হচ্ছেনা যেন।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।