ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৫ শনিবার ২৩ কার্তিক ১৪৩২

বেক্সিমকো যৌথ উদ্যোগে আবাসন ব্যবসায় আসছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (BEXIMCO) মায়ানগর নামে একটি আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে। শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামের একটি কোম্পানির সাথে যৌথ উদ্যোগে এই আবাসান প্রকল্প বাস্তবায়ন করবে বেক্সিমকো।
গতকাল রবিবার (১০ই মার্চ) অনুষ্ঠিত বেক্সিমকোর পরিচালনা পর্ষদের বৈঠকে মায়ানগর প্রকল্প বাস্তবায়নে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের সাথে চুক্তি এবং ওই প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত বৈঠকে জিরোকুপন বন্ড ইস্যু করে ১,৫০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়, যার একটি বড় অংশ মায়ানগরে বিনিয়োগ করা হবে।
এর আগে আলোচিত মায়ানগর প্রকল্পের অপর উদ্যোক্তা শ্রীপুর টাউনশিপ লিমিটেড বন্ড ছেড়ে এক হাজার দুইশ কোটি টাকা সংগ্রহ করেছে। আইএফআইসি ব্যাংক ওই বন্ডের গ্যারান্টার।
বেক্সিমকো ও শ্রীপুর টাউনশিপের মায়ানগরে কি কি থাকবে তার সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করেছে বেক্সিমকো। তথ্য অনুসারে, আলোচিত প্রকল্পের আয়তন হবে প্রায় ১০০ একর।
নবীনগর-চন্দ্রা হাইওয়ের পাশে এ প্রকল্পের অবস্থান। প্রকল্পটি হবে বহুমুখী ব্যবহার উপযোগী। একদিকে এটি হবে আবাসিক প্রকল্প। অন্যদিকে প্রকল্পের ভেতরে থাকবে হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, শপিং মল ইত্যাদি।
উক্ত প্রকল্পে ১৮ হাজার অ্যাপার্টমেন্ট থাকবে। এতে থাকবে স্বাস্থ্য সেবা, শিক্ষা ও বিনোদন সংক্রান্ত নানা ব্যবস্থা, শপিং মল ইত্যাদি। বাণিজ্যিক অংশের আয়তন হবে ৫০ লাখ বর্গফুট। পুরো প্রকল্পটি হবে সবুজ ও পরিবেশবান্ধব।
 ইতিধ্যেই উক্ত প্রকল্পের ডিজাইন, ডেভেলপমেন্ট ও সুপারভিশনের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্কিটেক্টকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আলোচিত প্রকল্পের ৭৫ শতাংশের মালিক হবে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (BEXIMCO)। আর বাকি ২৫ শতাংশের মালিক শ্রীপুর টাউনশিপ লিমিটেড। এই অনুপাতে প্রকল্পের মুনাফা ভাগ হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।