পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালসের খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেড (BXPHARMA)এর ২ জন পরিচালকদের শেয়ার বিক্রয় এবং ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
কোম্পানি জানিয়েছে যে IFIC সিকিউরিটিজ লিমিটেড, কোম্পানির অন্যতম কর্পোরেট পরিচালক ৪০ লাখ শেয়ার (ব্লক মার্কেটে) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন,অন্যদিকেকোম্পানির অন্য একজন কর্পোরেট পরিচালক নিউ ড্যাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪০ লাখশেয়ার ক্রয়ের ইচ্ছা প্রকাশ করেছেন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জলিমিটেডের মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (ব্লক মার্কেটে)।
মূলত এখানে একজন পরিচালকের শেয়ার অন্য একজন পরিচালক কিনে নিচ্ছেন।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।