পুঁজিবাজারে তালিকাভূক্ত ফার্মাসিটিউক্যালস খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের (BXPHARMA) শেয়ার ক্রয় ও বিক্রয় কেনার ঘোষণা দিয়েছে।
কোম্পানি জানিয়েছে, কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক IFIC সিকিউরিটিজ লিমিটেড, কোম্পানির ১ কোটি ৭০ লাখ (১,৭০,০০,০০০) শেয়ার (ব্লক মার্কেটে) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছে। যেখানে অন্য একজন উদ্যোক্তা পরিচালক অ্যাবসোলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে ১,৭০,০০,০০০ শেয়ার (ব্লক মার্কেটে) কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।