ফ্লোরে থাকা শেয়ারের রেকর্ড পরবর্তী বোনাস লভ্যাংশের মূল্য সমন্বয় দাম ই হবে সেই সব শেয়ারের নতুন ফ্লোর প্রাইজ।
সাধারণ যে সব কোম্পানি বোনাস লভ্যাংশ (শেয়ার )দেয়, নিয়ম অনুযায়ী তাদের রেকর্ড তারিখের ক্লোজিং দামের সাথে বোনাস লভ্যাংশ সমন্বয় করে নতুন দাম নির্ধারিত হয়।
ঠিক একই নিয়মে যে সব শেয়ার ফ্লোর দামে আছে সেই সব শেয়ার যদি বোনাস লভ্যাংশ (শেয়ার ) দেয় তাহলে ফ্লোর দাম থেকে বোনাস পরিমান সমন্বয় করে যে দাম আসবে সেটাই নতুন ফ্লোর দাম হবে।
গতকাল ব্রাক ব্যাংক লিমিটেডের হঠাৎ ফ্লোরের দাম থেকে নতুন ফ্লোর প্রাইজ দেখতে পেয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছিল। মূলত ব্রাক ব্যাংকের ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ সমন্বয় করে দাম হয়েছে ৩৫.৮০ টাকা। রেকর্ড তারিখে ব্রাক ব্যাংক শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩৮.৫০ টাকা। ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৩৫.৮০ টাকা।
তাই হঠাৎ করে কোন শেয়ারের দাম ফ্লোর দাম থেকে কমে গেলে আতংকিত হবার কোন কারণ নেই। এমন হলে আগে দেখবেন কোম্পানি টির বোনাস লভ্যাংশের রেকর্ড তারিখ শেষ হলো কিনা।