পুঁজিবাজারের তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি ডেল্টালাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের (DELTALIFE) বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, ডিএসই (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর এলআর ১৯(১) অনুসারে বোর্ড সভা ১১ এপ্রিল ২০২৩ বেলা ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা কোম্পানিটি স্থগিত করেছে। তবে কেন স্থগিত করেছে এ বিষয়ে কিছু জাননো হয়নি।
এর পরিপেক্ষিতে ডিএসই নির্ধারিত সভা স্থগিত করার সুনির্দিষ্ট কারণ জানতে কোম্পানির কাছে একটি চিটি পাঠিয়েছে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।