পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেডের (BRAC) পরিচালনা পর্ষদের মনোনীত পরিচালক মেহেরিয়ার এম হাসান ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন।
আহসান মনসুর ছয় বছর স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালনের পর ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালকের পদ থেকে অবসর নিয়েছেন।
এই পরিবর্তন গতকাল ৩০ শে মে ২০২৩ থেকেই কার্যকর হয়েছে।
উল্লেখ্য, মেহেরিয়ার এম হাসান ২০২০ সালের নভেম্বর মাসে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে যোগ দেন।
মেহেরিয়ার এম হাসান একজন বেশ অভিজ্ঞতা সম্পন্ন এবং ডিজিটাল ব্যাংকিংয়ের জগতেএকজন গুনী ব্যক্তি হিসাবে তার সুনাম রয়েছে।