আজ ২৬ ডিসেম্বর, ২০২২ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৫ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ৩৯.২৩ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৫৮ টি কোম্পানির ট্রেড হয়েছে ৮১.১৮ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৪১.৯৫ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের, আজ কোম্পানিটির ১০.০৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। এরপর লেলদেন সাউথইস্ট ব্যাংক ৫.০৮ লাখ, সিপার্ল ৪.৬৬ লাখ, আইএফ আইসি ব্যাংকের ৪লাখ শেয়ার এবং ইন্ট্রাকোর ছিল ৩.১৭ লাখ শেয়ার
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নুসিরামিকের। এরপরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সিপার্ল, রেনেটা, ইন্ট্রাকো ও এডিএন টেলিকমের।
আজ ব্লোকে ৩৯.২৩ কোটির লেনদেন এর মধ্যে শুধু মুন্নু সিরামিকেরই ১১.৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
উল্লেখ্য ফ্লোর দামের ১০% নিচে ব্লকে লেনদেন সুযোগ দেয়ার পর থেকেই মূল লেনদেন এর গড়ে ২০/৩০ শতাংশ লেনদেন শুধু ব্লকেই হচ্ছে।
একটি রেসপন্স
ফ্লোরের নিচে ব্লকে ১০% কমে শেয়ার ক্রয়/বিক্রির সূযোগ দেয়াতে কিছু অসাধু হাউজের অফিসারদের টাকা কামানোর সুযোগ হয়েছে।