আজ সোমবার, ৯ জানুয়ারী ২০২৩, ব্লকে ৫৭ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৩৯.০৯ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৫০ টি কোম্পানির ট্রেড হয়েছে ৩৪.৫৪ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৪.৫৫কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের (DOMINAGE) লেনদেন হয়েছে ১০লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে পাওয়ার গ্রীডের ৩.৯৮ লাখ, আমান কটনের ২.৫১ লাখ, সানলাইফ ইন্সুরেন্সের ২.২৯লাখ ও একমি ল্যাবরেটরিজের ১.৯৪ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অরিয়ন ইনফিশনের। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছেবিয়াকন ফার্মা, সোনালি পেপার, ডমিনেজ স্টিল ও পাওয়াড় গ্রীডের।
উল্লেখ্য আজ ব্লকে ৩৯.০৯ কোটির লেনদেন এর মধ্যে শুধুমাত্র অরিয়ন ইনফিশনের ই ৬.৭০ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর মোট লেনদেন ৩৩৪.৬৯ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেনই ৩৯.০৯ কোটি টাকা।
সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ২৯৫.৬০ কোটি টাকা, যা গতকাল ছিল ২৪৯.৬৬ কোটি টাকা মাত্র।
সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন বেড়েছে গতকালের চেয়ে ৪৫.৯৪ কোটি টাকা।
একটি রেসপন্স
ব্লকে ফ্লোরের চেয়ে কম দামে লেনদেন হবার পর থেকে ব্লক লেনদেনের পরিমান বেড়েই চলছে।ব্লকে ২/৩ লাখ টাকার শেয়ার ক্রয় /বিক্রির সুযোগ দিলে সাধারণ বিনিয়োগকারীদের উপকার হত।