পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মার রেকর্ড পরিমান লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। আজ মঙ্গলবার ব্লক মার্কেটে কোম্পানিটির পঞ্চান্ন লাখ ত্রিশ হাজার (৫৫,৩০,০০০) শেয়ার লেনদেন হয়েছে। সর্বোচ্চ ১৪৯.৯০ টাকা ও সর্বনিম্ন ১৪৬.২০ টাকাতে।
কোম্পানিটির ফ্লোর প্রাইজ ১৪৬.২০ টাকা। অপর দিকে ব্লক মার্কেটের আজকের ক্লোজ প্রাইজ ১৪৯.৯০ টাকা।
উল্লেখ্য মূল বাজারে আজ কোম্পানিটি ফ্লোর প্রাইজ ১৪৬.২০ টাকাতে ২৭,৩২৮ টি শেয়ারের লেনদেন হয়েছে। গতদিন লেনদেন হয়েছিল ৪৮,৫০১ টি শেয়ারের।
আজ ব্লকে মোট লেনদেন হয়েছে ১৪০.১৭ কোটি টাকার। ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে রেনেটা, সোনালী পেপার, এডিএন টেলিকম ও ইন্ট্রাকোর।
উল্লেখ্য আজ ব্লকে ১৪০.১৭ কোটির লেনদেন এর মধ্যে শুধু বেক্সিমকো ফার্মারই প্রায় ৮১ কোটি (৮০.৯৯) টাকার লেনদেন হয়েছে।
একটি রেসপন্স
এত বড় কোয়ান্টি ব্লকে লেনদেন হবার কি কারণ হতে পারে ,বুঝলামনা