আজ ২৮ ডিসেম্বর, বুধবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ৫৭ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ৭৫.৩০ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৫৮ টি কোম্পানির ট্রেড হয়েছে ১৪০.১৭ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৬৪.৮৭ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। আজ ব্যাংকটির ৪০.১৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। এর পরে বেশি লেনদেন হয়েছে পেসিফিক ডেনিমের ৪.২৮ লাখ, আইএফআইসি ব্যাংকের ৩.৬০ লাখ, আইপিডসি ফাইনান্সের২.৮০ লাখ এবং গ্লোবাল ইসলামি ব্যাংকের ২.৪০ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটার। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের, অরিয়ন ইনফিউশন, বিএটিবিসি ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলের।
উল্লেখ্য আজ ব্লকে ৭৫.৩০ কোটির লেনদেন এর মধ্যে শুধু রেনেটারই ২০.১৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
উল্লেখ্য ফ্লোর দামের ১০% নিচে ব্লকে লেনদেন করার সুযোগ দেয়ার পর, আজ প্রথম ফ্লোরের চেয়ে কমে বেশকিছু ব্যাংক ও ফাইনান্সের লেনদেন হতে দেখা গেল।
আজ ডিএসইর মোট লেনদেন ২৫৮.২২ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেন ই ৭৫.৩০ কোটি টাকা। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ১৮২.৯২ কোটি টাকা, যা গতকাল ছিল ১২৯.৪১ কোটি টাকা মাত্র।
একটি রেসপন্স
দুঃখ থেকেই গেল এত এত শেয়ার ১০% কমে ব্লকে লেনদেন হল আমি শেয়ার কিনতে পারলাম না ও একবার।