দেশের শেয়ার বাজারেও অনেক ধরনের ফাক ফোঁকর রয়েই গেছে। বেশ কয়েক বছর যাবৎ ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার ফিডিং করাচ্ছে এক শ্রেনীর সুবিধাভোগী হাউজের বড় কর্মকর্তারা। বেশির ভাগ সময় গেইম হওয়া শেয়ার গুলি ছলে বলে কৌশলে, মিথ্যার আশ্রয় নিয়ে লোভ দেখিয়ে শেয়ার গুলি ডাম্পিং করাচ্ছে, বড় বড় কোড গুলোতে।
যার ফলে গেম্বালার বা সুবিধাভুগী হাউজের বড় কর্মকর্তাগন সুবিধা পেলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে শেয়ার বাজার। কেননা যখন ডাম্পিং করা শেয়ার কোন বিওতে চলে যায়, তারপর দেখা যায় সেই শেয়ারের দাম অনেক কমে যায়, যার ফলে উক্ত বড় কোডটি লেনদেন করতে পারেনা। এভাবে অনেক বড় বড় কোড লেনদেনে করার অযোগ্য হয়ে পরে।
বাজারে এই মূহুর্তে অসংখ্য কোম্পানি ডাম্পিং করানো আছে বহু বড় বড় কোডে। আশ্চর্যজনক হলেও সত্য এই ডাম্পিং এর সাথে সরাসরি জড়িত থাকে হাউজ ও ইন্সটিটিউট অবস্থানের বড় অফিসার।
কিভাবে বোঝা যাবে ব্লক মার্কেটে শেয়ার ডাম্পিং করানো হচ্ছে?
সাধারণত গেইম হওয়া কোম্পানি গুলি একটা লেভেলে থেমে যাবার পরে মার্কেট রেটের চাইতে, নিয়মিত কম দামে ব্লকে ট্রেড হলে বুঝবেন ফিডিং করানো হচ্ছে, টাকার মাধ্যমে। বিষয় টি দেখার জন্যে গেইম হয়ে যাওয়া শেয়ার গুলির হিস্টরি দেখবেন, তাহলে ধারণা পেয়ে যাবেন।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।