আজ ৯ই মার্চ ২০২৩, সপ্তাহের শেষ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৭ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৩৬.৭০ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৬৩ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৬০.৫৮ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ২৩.৮৮ কোটি টাকা। আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেডের (BARKAPOWER), লেনদেন হয়েছে ১৪.৩৮ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে এসোসিয়েট অক্সিজেনের ১০.৭২ লাখ, বিএসআরএম লিমিটেডের ৫.৫৪ লাখ, বেঙ্গল উয়িন্ডোশরের লেনদেন হয়েছে ৩.৭৫ লাখ ও আরডি ফুডের লেনদেন হয়েছে ৩.৬৪ লাখ।এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএসআরএম লিমিটেডের (BSRMLTD), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে এডিএন টেলিকমের, এসোসিয়েট অক্সিজেনের, বারাকা পাওয়ার লিমিটেডের ও আলহাজ্ব টেক্সটাইলের। অনেকেই জানতে চান ব্লক মার্কেটের লেনদেন দেখে কি লাভ? বা এই লেনদেন দেখে কি বোঝার উপায় আছে যে কোন শেয়ার ভাল হতে পারে? অনেক সময় কোন শেয়ার গেইম করবে কিন্তু বড় পরিমানের শেয়ার পাচ্ছেনা, তখন সেই শেয়ারটি যদি কোন বিনিয়োগকারীর কাছে থাকে, তখন নির্দিষ্ট কোন কোডে নিয়ে যায়, কোন মধ্যস্থতাকারীর মাধ্যমে। এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন যদি দাম একদম বাড়েনি, কিন্তু প্রায়ই ব্লক ট্রেড হয় তাহলে সেই শেয়ারটির প্রতি লক্ষ্য রাখা যায় সামনে কিছু হবে হয়ত। যেটা হয়েছিল বিকন ফার্মাতে গেইম শুরু হবার আগে। এভাবে ব্লক মার্কেটের মাধ্যমেও ট্রেডিং করার জন্যে শেয়ার নির্বাচন করা সম্ভব।