আজ ২৪ জানুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬৭ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬১.৭৪ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৮ টি কোম্পানির ট্রেড হয়েছে ৫৭.৮৯ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৩.৮৫ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (ISLAMIBANK), লেনদেন হয়েছে মোট ২৭.০৯ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে বিডিকম অনলাইনের ৭.৯২ লাখ, বেংগল উয়িন্ডোসরের ৫.৪৬ লাখ, ইন্ট্রাকোর ৫.২২ লাখ ও মার্কেন্টাইল ব্যাংকের এর ৫.১২ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালি পেপারের(SONALIPAPER), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণ ফোন, সিপার্ল ও ফরচুন সুজের।
উল্লেখ্য আজ ব্লকে ৬১.৭৪ কোটির লেনদেন এর মধ্যে শুধুমাত্র সোনালি পেপারেরই ৯.৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে।