আজ রবিবার ৪ঠা জুন ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টকএক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৮৭ শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৯৬.২৯ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৮০কোম্পানির লেনদেন হয়েছিল ৬০.৮১ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়েলেনদেন বেশি হয়েছে ১৩৫.৪৮ কোটি টাকার।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক লিমিটেডের, লেনদেন হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৫০ হাজার শেয়ারের। এর পরেই বেশি লেনদেন হয়েছে সিমটেক্সের ৪৭.১০ লাখ, সাইফ পাওয়ারের লেনদেন হয়েছে ২২.২১লাখ, রুপালী লাইফেরের লেনদেন হয়েছে ১০.৬৩ লাখ ও লুব্রেফের লেনদেন হয়েছে ৯.৫২ লাখ শেয়ারের।
আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক লিমিটেডের, আজ কোম্পানিটির ১১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরপরে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফের, ২২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে। সিমটেক্স ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সাইফ পাওয়ার লিমিটেডের লেনদেনহয়েছে ৬.৫০ কোটি টাকার ও এমারেল্ড অয়েলের ৪.৯৯ কোটি টাকার
আজ বেশ কিছু কোম্পানি ফ্লোর দামের চেয়ে ও মূল বাজার দামের বেশি দামে লেনদেন হয়েছে ব্লক লেনদেনের মাধ্যমে।
অপর দিকে আজ ফ্লোর দামের ৭/১০ শতাংশ কম দামে অন্তত ৩০ টি কোম্পানিরলেনদেন হয়েছে।
ইদানীং প্রায়ই বিভিন্ন কোম্পানির শেয়ারের ব্লক মার্কেটে কোটি কোটি টাকার শেয়ার লেনদেন হবার কারণে বিনিয়োগকারীদের কৌতুহলের শেষ নেই। আজ ইসলামী ব্যাংকের রেকর্ড পরিমান টাকার লেনদেন হওয়াতে মানুষের মধ্যে প্রশ্ন কেন এত শেয়ার ব্লকে ট্রেড হচ্ছে।