আজ সোমবার ২৯ শে মে ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টকএক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৯০ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ২৫৯.৭৯ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৮২ কোম্পানির লেনদেন হয়েছিল ৫৫.৫৮ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ২০৪.২১ কোটি টাকার।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের লেনদেন হয়েছে ১ কোটি ১৩ লাখ ৪৯ হাজার টি বন্ডের । এর পরেই বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের ৯৬.৯৬ লাখ, সামিট পাওয়ারের লেনদেন হয়েছে ৯.৩০ লাখ,লুব্রেফ এর লেনদেন হয়েছে ৭.৯২ লাখ ও সিটি ব্যাংক লিমিটেডের লেনদেন হয়েছে ৭.০৯ লাখ শেয়ারের।
আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোসাল বেক্সিমকো লিমিটেডের। আজ কোম্পানিটির ১০৩কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরপরে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের ,বন্ডের ৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।স্কয়ার ফার্মার ১১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার ৫.৬৯ কোটি টাকার ও সামিট পাওয়ার লিমিটেডের লেনদেন হয়েছে ৩.২৫ কোটি টাকার।
আজ বেশ কিছু কোম্পানি মূল বাজার দামের বেশি দামে লেনদেন হয়েছে ব্লক লেনদেনের মাধ্যমে।কয়েকটি ফ্লোর প্রাইজের চেয়ে বেশি দামে লেনদেন হয়েছে
অপর দিকে আজ ফ্লোর দামের ৭/১০ শতাংশ কম দামে অন্তত ২০ টিভকোম্পানির লেনদেন হয়েছে।
ইদানীং প্রায় ই বিভিন্ন কোম্পানির শেয়ারের ব্লক মার্কেটে কোটি কোটি টাকার শেয়ার লেনদেন হবার কারণে বিনিয়োগকারীদের কৌতুহলের শেষ নেই।আজ বেক্সিমকো গ্রুপের ২ টি শেয়ার ও বন্ড মিলে ২০৬.৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে।বেক্সিমকো গ্রুপের শেয়ার ও বন্ড মিলে রেকর্ড পরিমান টাকার লেনদেন হওয়াতে বেক্সিমকো গ্রুপের শেয়ার নিয়ে আটকে থাকা বিনিয়োগকারীদের কৌতুহল এবার বুঝি তাদের শেয়ার লেনদেনে আসবে।যদি ব্লক মার্কেটে লেনদেন এর সাথে মূল লেনদেন এর কোন যোগসূত্র নেই।
2 Responses
ব্লক মার্কেটের লেনদেন বন্ধ হওয়া ছাড়া মূল মার্কেট কখনো তার প্রাণ ফিরে পাবে না।
ধন্যবাদ আপনাদেরকে।