আজ ২ এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৩ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৩০.৩০ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৬০ টি কোম্পানির ট্রেড হয়েছে ১৮১.৬৩ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১৫১.৩৩ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনারেশন নেক্সট লিমিটেডের (GENENEXT) লেনদেন হয়েছে ১২.৩০ লাখ,এর এর পরেই বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার ১০.৭৯ লাখ,প্যাসিফিক ড্যানিমের ৪.২৮ লাখ,আলহাজ্ব টেক্সটাইলের লেনদেন হয়েছে ৩.৩৮ লাখ ও আমরা নেটওয়ার্ক এর লেনদেন হয়েছে ২.৯৬ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইলের(ALHAJTEX)
এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সী পার্ল বিচের, ব্যাংক এশিয়ার,আমরা নেটওয়ার্ক এর ও এডিএন টেলিকমের।
উল্লেখ্য আজ দুটি কোম্পানির মূল বাজারের চেয়ে বেশি দামে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে ,মুন্নু সিরামিক ৯ শতাংশের বেশিতে লেনদেন হয়েছে এবং অরিয়ন ফার্মার ৬ শতাংশ বেশি দামে লেনদেন হয়েছে।
এবং ১৮ টি কোম্পানি ফ্লোর দামের চেয়ে ৮/১০ শতাংশ কমে লেনদেন হয়েছে।