আজ ২০ই ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৪৯ টি শেয়ারের মোট লেনদেন হয়েছ ৪৪.০৭ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৩ টি কোম্পানির ট্রেড হয়েছে ৪১.৫১ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ২.৫৬ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালি লাইফ ইন্সুইরেন্সের (RUPALILIFE) লেনদেন হয়েছে ৭.৫০ লাখ, এর পরে বেশি লেনদেন হয়েছে মারকেন্টাইল ব্যাংকের ৬.৬০ লাখ, এনআরবিসি ব্যাংকের লেনদেন হয়েছে ৫ লাখ, এস এস স্টিলে ৪.৮৯ ও সিএন টেক্সটাইল এর ৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালি লাইফ ইন্সুইরেন্সের (RUPALILIF) এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের, গ্রামীন ফোনের, সিপার্ল বিচের ও আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের।
গতকাল এবং আজ বেশ কয়েকটি হাউজে ঘুরে বিনিয়োগকারীদের বলতে শোনা গেল, বড় বিনিয়োগকারীগন প্রয়োজনে ব্লক মার্কেটে ফ্লোর প্রাইজ এর ১০% নিচে লেনদেন করছে। কিন্তু আমরা যারা ছোট বিনিয়োগকারী আমাদের যাদের ৫ লাখ টাকার কম শেয়ার আছে, তারা কেন ব্লক মার্কেটে লেনদেন করতে পারছি না। ব্লক মার্কেটে ফ্লোর প্রাইজ এর ১০% নিচে লেনদেন সবার জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি বিনিয়োগকারীদের।
হয় ব্লক মার্কেটে ফ্লোর প্রাইজ এর ১০% নিচে লেনদেন সবার জন্য উন্মুক্ত করে দিক না হয় বন্ধ করে দিক। কেন বড় বিনিয়োগকারীগন সুবিধে পাবে আমরা কেন পাবোনা? একই বাজারে দুই রকমের নীতি থাকতে পারে না। ব্লক মার্কেটে ফ্লোর প্রাইজের ১০% নিচে লেনদেন করতে চান ছোট বিনিয়োগকারীগন।