আজ বুধবার ৩ রা মে,২০২৩ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬৯টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৫০.৬০ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৭০ টি কোম্পানির লেনদেন হয়েছিল ১৩৯.১০ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১১.৫০ কোটি টাকার।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের (BEXIMCO) লেনদেন হয়েছে ৯৬.২৩ লাখ,এর এর পরেই বেশি লেনদেন হয়েছে সিলভা ফার্মার ১৪.৭৯ লাখ,মালেক স্পিনিং এর ১০.৫৯ লাখ,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লেনদেন হয়েছে ৫.৭৭ লাখ ও সানলাইফ ইন্সুরেন্স এর লেনদেন হয়েছে ৫.৬৮ লাখ শেয়ারের।
আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের (BEXIMCO) এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার ,জেমিনি সি ফুডের ও বিকন ফার্মার ।
আজ বেশ কিছু কোম্পানির ফ্লোর দামের উপরে ও মূল বাজার দামের চেয়ে ৭/১০ শতাংশ বেশি দামে লেনদেন হয়েছে বেশ কিছু কোম্পানির।
অপর দিকে বেশ কিছু কোম্পানির ফ্লোর দামের ৮/১০ শতাংশ কম দামে লেনদেন হয়েছে।
আজকের ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের (BEXIMCO) যদিও ফ্লোর প্রাইজ ১১৫.৭০ টাকা,ব্লক মার্কেট থেকে কোন বিনিয়োগকারী ৯.১৭ % কম দামে ৯৬ লাখ ২৩ হাজার ৩৭১ টি শেয়ার ক্রয় করেছেন।
গত ২/৩ মাস আগেও বেক্সিমকোর এরকম বড় সংখ্যা নিয়ে ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল।দেখা যাক কেন এত বড় পরিমান লেনদেন হচ্ছে।মূল বাজারে দামের উন্নয়ন হয় কিনা।