আজ ৫ এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬০ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৯৮.১৮ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৩ টি কোম্পানির ট্রেড হয়েছে ৫৫.৪৯ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৪২.৬৯ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুকের (BEXGSUKUK) লেনদেন হয়েছে ৩১.৭৪ লাখ,এর এর পরেই বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস ২০ লাখ, জেনারেশন নেক্সট ফ্যাশন ১১ লাখ, বিডি ফিনান্স এর লেনদেন হয়েছে ৯ লাখ ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের লেনদেন হয়েছে ৫.৬১ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে , বেক্সিমকো ফার্মার (BXPHARMA)এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুকের,আলহাজ্ব টেক্সটাইলের,জেমিনি সি ফুড ও বিডি ফিনান্সের।
ব্লক মার্কেটে প্রায় প্রতিদিন ই লেনদেন হচ্ছে ফ্লোর প্রাইজের ৭/১০ শতাংশ কম দামে । আজ ও অন্তত ১৫ টি কোম্পানির ব্লকমার্কেটে ফ্লোরের নিচে লেনদেন হয়েছে।
আজকের ব্লক মার্কেটের মোট লেনদেনের ৫৫ শতাংশ লেনদেন ই হয়েছে বেক্সিমকো গ্রুপের।
বেক্সিমকো গ্রুপের ২ টি শেয়ার ও একটি বন্ডের মোট লেনদেন হয়েছে প্রায় ৫৫ কোটি (৫৪.৮০)টাকার।