আজ ২৭ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ৫৮ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ১৪০.১৭ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৪৫ টি কোম্পানির ট্রেড হয়েছে ৩৯.২৩ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১০০.৯৪ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। আজ কোম্পানিটির ৫৫.৩০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। এর পরে ইন্দোবাংলা ফার্মার ৫ লাখ, ইন্ট্রাকোর ছিল ৪.৯৯ লাখ, গ্লোবাল ইসলামি ব্যাংক ৪.৮২ লাখ এবং এডিএন টেলিকমের ৪.১৫ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে রেনেটা, সোনালী পেপার, এডিএন টেলিকম ও ইন্ট্রাকোর।
উল্লেখ্য আজ ব্লোকে ১৪০.১৭ কোটির লেনদেন এর মধ্যে শুধু বেক্সিমকো ফার্মারই প্রায় ৮১ কোটি(৮০.৯৯) টাকার লেনদেন হয়েছে।
উল্লেখ্য, ফ্লোর দামের ১০% নিচে ব্লকে লেনদেন করার সুযোগ দেয়ার পর আজ প্রথম ফ্লোরের দামে এবং কিছুটা উপরে এত বড় সংখ্যায় লেনদেন হলো।
একটি রেসপন্স
প্রতিদিন রেনেতার এতো এতো শেয়ার ব্লকে লেনদেন কিসের লক্ষন,আজকের বেক্সিমকোর ফারমার ব্লক ট্রেড দেখে তো তাজ্জব বনে গেলাম ।