আজ রবিবার , ৫ ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬০ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬৪.৯৩ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৯ টি কোম্পানির ট্রেড হয়েছে ৭৬.৯৬ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১২.০৩ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্স লিমিটেডের (IPDC), লেনদেন হয়েছে মোট ২০.২০ লাখ শেয়ার। এর পরে বেশি লেনদেন হয়েছে সিলভা ফার্মার ১১.৬৪ লাখ, বেক্সিমকো লিমিটেডের ৬.৫৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন ৬.৬৩ লাখ ও শি পার্লের ৪.২৪ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচের (SEAPEARL)এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্স লিমিটেডের, বাংলাদেশ শিপিং করপোরেশন,বেক্সিমকো লিমিটেডের ও বেক্সিমকো ফার্মার
উল্লেখ্য আজ ব্লকে ৬৪.৯৩ কোটির লেনদেন এর মধ্যে শুধুমাত্র সি পার্ল বীচ ও আইপিডিসি ফাইনান্স লিমিটেড এই ২ টি কোম্পানির ই লেনদেন হয়েছে প্রায় ২২৩ (২২.৮০) কোটি।
উল্লেখ্য আজকের ব্লক লেনদেনে সর্বোচ্চ লেনদেন হওয়া দুটি কোম্পানির মধ্যে ১ টি আইপিডিসি ফাইনান্স লিমিটেড বহুদিন যাবৎ বাজারে ফ্লোরে আটকে আছে।