আজ ৩০ মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬০ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৮১.৬৩ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৪৭ টি কোম্পানির ট্রেড হয়েছে ৩৭.৩৬ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১৪৪.২৭ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাইপ পাওয়ার টেক লিমিটেডের (SAIFPOWER) লেনদেন হয়েছে ৯৩.৭০ লাখ,এর এর পরেই বেশি লেনদেন হয়েছে মতিন স্পিনিং এর ৯.৬৮ লাখ,মার্কেন্টাইল ব্যাংকের ৯.৪৩ লাখ,অরিয়ন ফার্মার লেনদেন হয়েছে ৭.৪০ লাখ ও রেনেতার লেনদেন হয়েছে ৫.৪৭ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেতার এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের,মতিন স্পিনিং ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের।
উল্লেখ্য আজ ব্লক মার্কেটে ৩ টি শেয়ারের লেনদেন হয়েছে ১২৬.০২ কোটি।
আজকের ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সাইফ পাওয়ার টেক লিমিটেডের,যদিও ফ্লোর প্রাইজ ২৯.৭০ টাকা,তদুপরি ব্লক মার্কেট থেকেই কোন বিনিয়োগকারী ৯৩ লাখ ৭০ হাজার ৩৫০ টি শেয়াএ ক্রয় করেছেন।