গত তিন কার্যদিবস যাবৎ বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ব্লক মার্কেটে প্রতিদিন ৩৫ লাখ করে শেয়ার লেনদেন হবার কারণে বিনিয়োগকারীরা ভেবে পাচ্ছেন না, কেন এত শেয়ার মূল মার্কেটে লেনদেন না হয়ে ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে?
এর মূল কারণ, একজন উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা। গত ১৩ মার্চ একজন পরিচালক ব্লক মার্কেটের মাধ্যমে ১ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন।
আবার এক ই দিন অন্য একজন উদ্যোক্তা পরিচালক ব্লক মার্কেটে ১ কোটি ৭০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন,তার মানে একজন পরিচালকের হাত থেকে অন্য একজনের কাছে শেয়ার যাচ্ছে।
গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ৩ দিন মিলে কোম্পানিটির ১ কোটি ৫ লাখ ৩১হাজার শেয়ার ব্লক মার্কেটের মাধ্যমে লেনদেন হয়েছে, ধারণা করা হচ্ছে আগামি যে কোন সময় বাকি ৬৫ লাখ শেয়ার ও লেনদেন হবে ব্লক মার্কেটের মাধ্যমে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।