আজ বৃহস্পতিবার ,২৭ এপ্রিল, ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬৭ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৫৩.২২ কোটি টাকা। গত কর্মদিবসে ব্লকে মোট ৬৭ টি কোম্পানির ট্রেড হয়েছে ৪৮.১৪ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১০৫.০৮ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (ISLAMIBANK) লেনদেন হয়েছে ৩ কোটি ৪২ লাখ এর পরেই বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের ৪৬.২০ লাখ,আই এফ আইসি ব্যাংকের এর ৬.৯৫ লাখ,এইচ আর টেক্সটাইল এএ লেনদেন হয়েছে ৪.২৮ লাখ ও পপুলার লাইফ পাস্ট মিচুয়াল ফান্ডের এর লেনদেন লেনদেন হয়েছে ৩.৯৬ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (ISLAMIBANK)এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের,এইচ আর টেক্সটাইল, জেমিনি সি ফুডের ও সোনালী লাইফ ইন্সুইরেন্সের।
উল্লেখ্য আজকের ব্লক মার্কেটের মোট ১৫৩.২২ কোটি টাকার লেনদেনের মধ্যে শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ই লেনদেন হয়েছে ১১১.৫৯ কোটি টাকার।
একটি রেসপন্স
ধন্যবাদ দাদা আপডেট সব দেওয়ার জন্য