- আজ ১৪ই মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৬ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৪১.৫৪ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৫৫ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৫৭.৩৮ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৮৪.১৬ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুকের (BEXGSUKUK), লেনদেন হয়েছে ৫৫ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার ৩৫ লাখ, ইসলামি ব্যাংকের ২৫.২১ লাখ, সানলাইফ ইন্সুরেন্সের লেনদেন হয়েছে ৬.২৫ লাখ ও সালবো ক্যামিকেলের লেনদেন হয়েছে ৩.৪৯ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার (BXPHARMA) এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুক, ইসলামি ব্যাংক, সি পার্ল বিচ, সানলাইফ ইন্সুরেন্স ও আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের।
আজ মঙ্গলবার ডিএসইর মূল লেনদেনের ২৫ শতাংশই লেনদেন হয়েছে ব্লক মার্কেটের মাধ্যমে।
উল্লেখ্য, আজ ব্লকের ৩ টি কোম্পানির লেনদেন হয়েছে প্রায় ১০৩ কোটি টাকার।কোম্পানি ৩ টি হলো , বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ৪৭.২৫ কোটি ,বেক্সিমকো সুকুক ৪৬.৭৫ কোটি ও ইসলামি ব্যাংক লিমিটেড ৮.৯৪ কোটি টাকার ।