আজ ৩ এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৬০ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৫৭.৩৬ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৩ টি কোম্পানির ট্রেড হয়েছে ৩০.৩০ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ২৭.০৬ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের (MIDLANDBANK) লেনদেন হয়েছে ৫.৫৫ লাখ,এর এর পরেই বেশি লেনদেন হয়েছে সানলাইফ ইন্সুরেন্সের ৫.২৭ লাখ,সী পার্ল বিচের ৪.৬৬ লাখ,আমরা নেটের লেনদেন হয়েছে ৩.৮৭ লাখ ও আইপিডিসি ফাইনান্সের এর লেনদেন হয়েছে ৩ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ,সী পার্ল বিচের (SEAPEARL)
এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে জেমিনি সি ফুডের,স্কয়ার ফার্মার,সানলাইফ ইন্সুরেন্স ও আমরা নেটওয়ার্কের।
প্রায় প্রতিদিন ই হচ্ছে ফ্লোর প্রাইজের ৭/১০ শতাংশ কম দামে ব্লক মার্কেটে লেনদেন ।
লেনদেন চলাকালীন আজ একটি হাউজের অফিসে একজন প্রবীন বিনিয়োগ কারী আপ্সুস করে বল্লেন ,ব্লক মার্কেট টাই বানানো হয়েছে বুঝি বড় পুজিপতিদের জন্যে।আজ কত গুলি কোম্পানির ১০% নিচে লেনদেন হলো অথচ আমার টাকা দরকার মূল বাজারেও বসাতে পারলেও বিক্রি হচ্ছেনা আবার ব্লক মার্কেটে ৫ লাখ টাকার নিচে শেয়ার থাকার কারণে ও বিক্রি করতে পারছিনা।এটা কোন কথা সব স্থানেই ছোট রা জিম্মি যেন।আমার এক রিলেটিভ শেয়ার টি রেখে আমাকে টাকা দিবেন বলেছেন কিন্তু আমি তো বসাতে পারছিনা ৫ লাখ টাকার বাধ্যবাধকতা থাকার কারনে ।তিনি ঢাকা শেয়ার বাজার ডটকমকে বলেন আপনারা লিখুন বিনিয়োগকারীগন এই বৈষম্য চায়না,সবার জন্যে ব্লক মার্কেটে লেনদেন উম্মুক্ত করা হোক।