আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের ওপর শুল্ক চাপিয়েছেন। আর তার জেরে রেকর্ড দাম পড়ল ভারতীয় মুদ্রার। আরও ৬৭ পয়সা কমে গেল রুপির দাম।
আজ সোমবার এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৮৭ দশমিক ২৯ রুপি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ডোনাল্ড ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর পণ্য়ের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। চিনা পণ্যের উপরও ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এর ফলে খুব শিগগিরি বিশ্ব ব্যাপী এক ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তারই প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়। গত শুক্রবার যখন বাজার বন্ধ হয়, তখন এর থেকে স্থিতিশীল ছিল ভারতীয় মুদ্রা। এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল ৮৬.৬২ রুপি।
গত বছরের এপ্রিল মাসেও মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম অনেকটা পড়ে গিয়েছিল। তখন রেকর্ড দাম করে ১ ডলার ছিল ভারতীয় মুদ্রায় ৮৩.৫৩ রুপির সমান । তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ-আশঙ্কা ও সেই পরিপ্রেক্ষতিতে মার্কিন মুদ্রার দাম বৃদ্ধি পায় ।
এছাড়াও বিশেষজ্ঞদের ধারণা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিও এই পতনের কারণ ছিল। ট্রাম্পের প্রত্যাবর্তনের পর আমেরিকার ডলার যেখানে লাগাতার শক্তিবৃদ্ধি করছে। চাঙ্গা হয়েছে মার্কিন শেয়ার বাজার।
ভারতীয় আরবিএল ব্যাংকের ট্রেজারি প্রধান আনশুল চন্দক রয়টার্সকে জানিয়েছেন, এই ট্রেন্ড চলতে পারে আরও ৬ থেকে ৮ সপ্তাহ। এতে ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে।
শুধু ভারতীয় মুদ্রা নয়, ট্রাম্পের শুল্কনীতির নেতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় স্টক মার্কেটেও।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।