পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইংয়ের লিমিটেডের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
উল্লেখ্য ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে ভিএফএস থ্রেড ডাইয়িং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
খবরটি আজ সকাল ৯.৪৫ মিনিটে ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।