ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের তুলনায় ১২ কেজির এলপিজির দাম ৭৬ টাকা কমিয়ে ১,৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২ মার্চ ২০২৩ এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে এলপি গ্যাসের দাম এক বারে ২৬৬ টাকা বেড়ে যায়। সে সময়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১,৪৯৮ টাকা। যা জানুয়ারি মাসে ছিল ১,২৩২ টাকা।