দেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যে ১০টি পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ তালিকায় রয়েছে মোবাইল ফোন সেবা, রেস্তোরাঁ, ওষুধ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন-এসি হোটেল, ওয়ার্কশপ ইত্যাদি।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) এ-সংক্রান্ত চারটি আদেশ জারি করেছে এনবিআর।
এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না। এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়।
আরও পড়ুন…
বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা ক্ষতির মুখে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে কর বাড়ানোর লক্ষ্যমাত্রা অর্জনে ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। তবে উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে হঠাৎ এত পণ্য ও সেবায় বাড়তি কর আরোপের সিদ্ধান্তে বিভিন্ন মহলে নানা সমালোচনা হয়। বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন করে।
ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে নতুন করে ওষুধের দাম বাড়বে না বলে মনে করে এনবিআর। গত ৯ জানুয়ারি মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টকটাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়। এই হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। দেশে ইন্টারনেট সেবাদাতা সংস্থার (আইএসপি) সেবার ওপর কোনো সম্পূরক শুল্ক ছিল না। গত ৯ জানুয়ারি প্রথমবারের মতো ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। গতকাল তা প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন…
সোনার বাড়তি দাম আজ থেকে কার্যকর
সাধারণ রেঁস্তোরার খাবারের বিলের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। বাড়তি ভ্যাট হার প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হবে। এ ছাড়া নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। তবে ৯ জানুয়ারির আগে এ হার ছিল সাড়ে ৭ শতাংশ। অর্থাৎ নন-এসি হোটেলে ভ্যাট আড়াই শতাংশ বেড়েছে।
নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার আগের মতোই সাড়ে ৭ শতাংশ থাকছে। গত ৯ জানুয়ারি যা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে বাড়তি ভ্যাট দিতে হবে। এসব পোশাকে আগে ভ্যাট হার ছিল সাড়ে ৭ শতাংশ। ৯ জানুয়ারি দ্বিগুণ বাড়িয়ে করা হয় ১৫ শতাংশ। এখন ৫ শতাংশ কমিয়ে নির্ধারণ করা হয় ১০ শতাংশ। অর্থাৎ এ ধরনের পোশাকে ভ্যাট আড়াই শতাংশ বেড়েছে।
আরও পড়ুন…
মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটে সুখবর
মিষ্টির ওপর ভ্যাট হার ছিল সাড়ে ৭ শতাংশ। ৯ জানুয়ারি তা দ্বিগুণ বাড়িয়ে করা হয়েছিল ১৫ শতাংশ। এখন ৫ শতাংশ কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ। সেই হিসাবে মিষ্টিতে আড়াই শতাংশ ভ্যাট বাড়ল। অন্যদিকে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এখানে আগের মতোই ১০ শতাংশ ভ্যাট বহাল রাখা হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।