পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড(VAMLRBBF) এবছর কোন লভ্যাংশ দেয়নি।
১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিকাল ৩ টায় পরিচালনা পর্ষদের উক্ত সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করে, এই সভায় বাৎসরিক কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির ইউনিট প্রতি ইপিইউ লোকসান হয়েছে ০.০৭ টাকা টাকা। আগের বছর ইউনিট প্রতি ইপিইউ আয় ছিল ১.৩০ টাকা। ইউনিট প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS)হয়েছে ০.২১ টাকা। যা আগে ছিল ০.১৫ টাকা। ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১০.২২ (বাজার দামে) টাকা, যা আগে ছিল ১১.৯৬ টাকা।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।