পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড(VAMLRBBF) এর অধীনে ট্রাস্টি কমিটির সভার সময়সূচী জানিয়েছে ,ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫এর রেগুলেশন ১৯(১) অনুযায়ী, ফান্ডের ট্রাস্টি জানিয়েছে যে ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিকাল ৩ টায় পরিচালনা পর্ষদের একটি সভা অন্যান্যদের মধ্যে বিবেচনা করার জন্য অনুষ্ঠিত হবে।উক্ত সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।