পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং পিএলসি ( MATINSPIN) জানিয়েছে যে, তারা ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত বছরের জন্য সংশ্লিষ্ট
শেয়ার হোল্ডারদের নগদ ৫০ শতাংশ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ করেছে। এছাড়া ট্যাক্স সার্টিফিকেট মেইলে পাঠিয়েছে।
উল্লেখ্য, ফলিও শেয়ার হোল্ডার, এনআরবি শেয়ার হোল্ডার মার্জিন ঋণ শ্রেনীভুক্ত বিও হিসাবের ক্ষেত্রে তাদের ডিপিগন এবং সিডিবেল সিস্টেমে যাদের পুরোপুরি ব্যাংক তথ্য নেই।
অথবা অপর্যাপ্ত তথ্যের জন্যে লভ্যাংশ ব্যাংক হিসাবে প্রদান করা সম্ভব হয়নি। সে সমস্ত শেয়ার হোল্ডারগনকে ডিভিডেন্ড ওয়ারেন্ট হাতে হাতে নেয়ার জন্যে নিজে অথবা অনুমুতি
প্রাপ্ত ব্যক্তিকে অনুমতি পত্র সহ কোম্পানির কর্পোরেট অফিস থেকে ডিভিডেন্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে বলা হয়েছে। ডিভিডেন্ড ওয়ারেন্ট দেয়া হবে ৮ জানুয়ারী থেকে
১০ জানুয়ারী ২০২৩ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে।
উক্ত তারিখের মধ্যে যারা ডিভিডেন্ড ওয়ারেন্ট নিতে পারবেনা, তাদের ডিভিডেন্ড ওয়ারেন্ট কুরিয়ারে পাঠানো হবে।
একটি রেসপন্স
Matin Spinning is a very good quality company listed in the stock market in the entire textile sector. Investors would benefit from having such good companies in the stock market