পুঁজিবাজারে তালিকাভুক্ত এম জে এল বাংলাদেশ লিমিটেড (MJLBD)এর শেয়ার বিভাগের ঠিকানা পরিবর্তন হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে কোম্পানির শেয়ার বিভাগকে অস্থায়ীভাবে তার নতুন ঠিকানায় (নিবন্ধিত অফিস) মবিল হাউস, CWS (A) 13/A, গুলশান এভিনিউ, বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা-১২১২ এ স্থানান্তরিত করা হয়েছে। টেলিফোন: +88 (02) 58815895, 58815828, মোবাইল নম্বর: 01713436364
খবরটি ডিএসইর নিউজ বিভাগে আজ বেলা ১২.২৬ মিনিটে প্রকাশিত হয়েছে।