নিজেদের সীমান্তে দুটি মার্কিন যুদ্ধবিমানকে বাধা দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ ফেডারেশনের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ২৩ মে বাল্টিক সাগরে রাশিয়ার সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়, রুশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাল্টিক ফ্লিটের বিমান প্রতিরক্ষা বাহিনীর একটি ‘এসইউ-২৭’ যুদ্ধবিমান পাঠানো হয়। সেখানে রুশ বিমান বাহিনীর ক্রুরা মার্কিন ‘বি-১বি’ কৌশলগত বোমারু বিমান চিহ্নিত করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার সীমান্ত থেকে বিদেশি সামরিক বিমানগুলো সরিয়ে দেওয়ার পর রুশ ফাইটার জেটটি তার বিমান ঘাঁটিতে ফিরে গেছে।
এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, মার্কিন যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধ বিমানের বাধার শিকার হয়। যদিও সেখানে তেমন কিছু ঘটেনি। বি-১বি বোমারু বিমানগুলো ‘ইউরোপে একটি দীর্ঘ পরিকল্পিত মহড়ায়’ অংশ নিচ্ছিল।
এর আগে গত মার্চে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের সংঘর্ষ হয় বলে জানায় মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় কমান্ড।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।