আজ মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩, মাসের শেষ দিনে উভয় স্টক এক্সচেঞ্জের সূচক নেতিবাচক ধারায় শেষ হলেও লেনদেনে কিছুটা গতি ছিল।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক কমেছে, এবং লেনদেন গত দিনের চেয়ে কিছুটা বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭৩.০৯ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৫০৯.৪৮ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৬৩.৬১ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ১১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৭.০৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৬.২৩ পয়েন্ট পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২১৯.৫৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩১ টির, দাম কমেছে ১৩৫ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৬১ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০.৪৬ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৫১২.৮৩ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ১২.১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১২.৮৮ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৭৭ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৫ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত ছিল ৬৫ টি কোম্পানির ।
আজ উভয় স্টক এক্সচেঞ্জে শুরু থেকে শেষ পর্যন্ত বাজার উঠানামার মধ্যেই ছিল। জুন ক্লোজিং শেয়ারের ২য় প্রান্তিক ইপিএস নিয়ে বিনিয়োগকাররীদের মধ্যে একটি ভীতি কাজ করছিল। আজ মোটামুটি বেশির ভাগ শেয়ার প্রান্তিক ইপিএস আসা, শেষ হবে। লোকজন অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, বাজার কবে ভালো হবে?