দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ‘তোলপাড় অফার’ ক্যাম্পেইন পরিচালনা করছে সুপারসপ ব্র্যান্ড মীনাবাজার। এর মাধ্যমে ক্রেতাদের জন্য কিছু সাশ্রয়ী অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার (৩১শে আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতাদের মাংস, দুগ্ধজাত খাবার, ডিম ও অন্যান্য গৃহস্থালীর প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে মীনাবাজার সাশ্রয়ী মূল্য নিশ্চিত করেছে। তাছাড়াও শিশুদের টিফিনের প্রয়োজনে স্বাস্থ্যকর নাস্তার দারুণ সব অফার নিয়ে এসেছে মীনাবাজার।
মীনাবাজারে চলছে পুষ্টি তেলে কম মূল্যের অফার। সীমিত সময়ের জন্য ক্রেতারা ৭৫৭ টাকায় পুষ্টি তেল উপভোগ করতে পারবেন। এছাড়াও মীনাবাজার বর্তমানে বাজার সেরা দামে গরুর মাংস দিচ্ছে, যা প্রতি কেজি ৭৪০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৯৫ টাকা, ইলিশ মাছ প্রতি পিস ৭৯৯ টাকা , চাল প্রতি কেজি ৬৯ এবং মসুর ডাল প্রতি কেজি ১৩০ টাকা, মার্ক্স দুধের মূল্য ৩৯৭ টাকা, ডিম ডজন প্রতি ১৪৪ টাকা, লবণ প্রতি কেজি ৩৩ টাকা,
যা বর্তমান কাঁচাবাজারের দামের থেকেও কম দামে পাচ্ছেন গ্রাহকরা। তাছাড়াও স্ন্যাক্স আইটেমগুলোতে একটি কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাচ্ছে।
মীনাবাজারের এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইনের সিওও আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘বিগত ২১ বছর ধরে মীনাবাজার তার গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের পণ্য এবং পরিষেবা সরবরাহ করে আসছে। পরবর্তী সময়েও এর ব্যতিক্রম হবে না। উচ্চমূল্যের বাজারে ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে তাদের মাসিক বাজার উপভোগ করতে পারেন মীনাবাজার সেই গুণগত মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ।’
এছাড়াও ক্রেতারা এখন ঘরে বসেও এই লিংকের মাধ্যমে এসব অফারের পণ্য একই দামে উপভোগ করতে পারবেন।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।