আজ ১ লা জানুয়ারী ২০২৩, দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লকে ৩৬ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৪.৫৪ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৫৬টি কোম্পানির ট্রেড হয়েছে ১০৯.০২ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৯৪.৪৮ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের লেনদেন হয়েছে ৩.৭৭ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে রিংশাইন টেক্সটাইল ২ লাখ, মালেক স্পিনিং ১.৪৫ লাখ, আইএফ আইসি ব্যাংক ১.২৫ লাখ এবং বিয়াকন ফার্মার ১.১৯ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিয়াকন ফার্মার এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের, আনোয়ার গ্যালভানাইজিং, ডমিনেজ স্টিল, সানলাইফ ইন্সুইরেন্স ও বেক্সিমকো লিমিটেডের।
উল্লেখ্য আজ ব্লোকে ১৪.৫৪ কোটির লেনদেনের মধ্যে শুধু বিয়াকন ফার্মারই ৩.১৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর মোট লেনদেন ১৭৮.৪২ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেন ই ১৪.৫৪ কোটি টাকা। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ১৬৩.৮৮ কোটি টাকা। যা গতকাল ছিল ২৩৬.৪০ কোটি টাকা মাত্র।